দুর্যোগের নিশিরাত কেটে যেতে বাকি নেই আর;
আকাশের মুখ থেকে সরে যাবে মেঘের চাদর ।
নতুন প্রভাত হলে কেটে যাবে সকল আঁধার;
ঝলমলে দিন হবে সূর্যোদয় হবে মুগ্ধকর।

গৃহহারা লোকজন কালক্রমে বানাবে কুটীর;
স্বজন হারানো শোক ভুলে যাবে লোকে কোনোদিন।
সুসজ্জিত হয়ে যাবে প্রকৃতির মধ্যস্থিত নীড়;
প্রকৃতির মাঝ থেকে শোনা যাবে আনন্দের বীণ।

লতা-গুল্ম-বৃক্ষে ক্রমে ভরে যাবে পৃথিবীর বুক;
মাঠে মাঠে  রকমারি ফসলের হবে সমারোহ।
হাসিতে খুশিতে হবে পরিপূর্ণ কৃষকের মুখ;
বনানীতে পাখিদের আনাগোনা হবে অহরহ।  

প্রকৃতির সৌন্দর্য রূপ কোনোদিন হবে না মলিন;
শীঘ্রই প্রকৃত হবে সুসজ্জিত নেই বেশি দিন।


© দীপঙ্কর সাধুখাঁ
রচনাকাল: ৯ই কার্ত্তিক, ১৪৩১ বঙ্গাব্দ।
ইংরেজি: ২৬শে অক্টোবর, ২০২৪।