আমার হৃদয় যেন এক সরোবর
যেখানে ফুটেছে কত শত শতদল।
রাজহাঁস খেলা করে লাগে মনোহর;
বায়ু বয় ঢেউ ওঠে নাচে দীঘি জল।
দীঘিতে শিশির পড়ে টপ টপ করে;
একে একে প্রস্ফুটিত হয় ফুল গুলি।
প্রকৃতির অপরূপ শোভা সরোবরে;
কত ছবি এঁকে যায় মানসের তুলি।
বসে আছো তুমি সেই সরসীর পাশে;
মনের মানুষ খোঁজো আনমনে একা।
চাঁদ যেন কিছু বলে মিটিমিটি হাসে -
মন দিয়ে খুঁজে দেখ পাবে তার দেখা।
হৃদয়ের সরোবরে আমি আর তুমি;
প্রকৃতির রূপ দেখি, পূণ্য জন্মভূমি।