বাতাস বইছে মৃদু মন্থর,
আনন্দে ভরেছে আজ মোর অন্তর।
কাননে কাননে ফুলের রাশি,
শুনতে পাই কোন মধুর বাশি।
বিহগের দল সব গগনের পানে,
জায় চলে সহ তার কিচিমিচি তানে।
আকাশ ভরা যেন রক্তিম আভা,
ভাসিয়ে নেয় মন, যায়না ভাবা।
কৃষকের দল সব পুবের পানে,
যেতে হবে গৃহে তারা সব এটা যানে।
স্নিগ্ধ স্যন্ধা এই হল আজি,
জীবন যুদ্ধে প্রান রেখেছি বাজি।
কভু জিতি কভু মনে বধ করি যেন,
হেরে না জাই আমি, এ হয়না যেন।।