ভূতের নাকি আছে রাজা
সবাইকে দেয় বর
পেতে হলে সময় মতো
নিজের কাজটি কর।

সৎ লোকের সে পাশে আছে
একা দেখা দেয়
ভালো কিছু করলে জন্য
শপথ করে নেয়।

ভূতের রাজা মিতের মতো
আলোয় আঁধার রাত
বাবার মায়ের শুনলে কথা
ছাড়বে নাকো সাথ।