পোড়ো বাড়ি খেলছে হাওয়া জানলা আছে একটু খোলা,
করছে কারা আসা যাওয়া হঠাৎ দিল, কে কান মোলা?
গাট্টা খেয়ে কাঁপছি ভয়ে বলছে কে যে নাঁকি সুরে,
চারিদিকে আঁধার হয়ে গোলক ধাঁধায় যাচ্ছি ঘুরে।
ভূঁত আমি তাই তোর গলা ধরব চেপে একলা একা,
হাড়গোড়ে দেখ কথা বলা, এবার পেলি ভূঁতের দেখা।
হাত পা ছুঁড়ে বলছি আমি দাও ছেড়ে দাও দুষ্টু তুমি
হাড় বজ্জাত ভয় দেখানি মানুষ হয়ে পাও না ভূমি।
তাই ছেড়ে দেয় ভূত আমাকে। বলল; ছিলাম, এখন তো নাই
তোমরা যত ভূতে ভয় পাও আমরা তত ভয়টা দেখাই।