পূব আকাশে সকাল সুর্য
যেই দিয়েছে উঁকি
ভোরের পাখি উঠছে ডাকি
চোখ মেলেছে খুকি।

পাখির সাথে খুকি আমার
উঠছে যে গান গেয়ে
ফুল গুলো সব উঠছে হেসে
রোদের দিকে চেয়ে।

মিষ্টি সুরে চারিদিকে
সবুজ বনে বনে
শীতল হাওয়া গাছগাছালি  
দুলছে আপন মনে।

শিশির ঘাসে একটু রোদে
রঙের খেলা চলে
ভোর হয়েছে আবার নতুন
দিচ্ছে পাখি বলে।

ইট পাথরের বাইরে ঘরে
একটু শান্তি আশা
ভোরের পাখি খুকি আমার
গাঁথছে ভালোবাসা।