চারিদিকে এত ভেজাল
খাওয়া পরার কষ্ট
খাঁটি খুঁজতে কোথায় যে যাই
জীবন হচ্ছে নষ্ট।
খাবার ভেজাল ফলে ভেজাল
ভেজাল সব কিছু
কি মুখে দিই কি বা না দিই
ভাবছি আগুপিছু।
যে বা যারা ভেজাল বানায়
সেও তো খায় মাখে
ফেললে থুথু গিলতে হবে
কেউ কি মনে রাখে?
অভ্যাসে সব ভেজাল পাওয়া
বলছে খাঁটি আমি
বিজ্ঞাপন মন ভুলে যায়
খাঁটি রত্ন দামী!
তবু দেখো সৃষ্টি ভেজাল
বৃষ্টি ঋতু আসে
বাঁচার লড়াই খাঁটি কথা
সবাই ভালোবাসে।