তুলতে চাওয়া কাচের দেওয়াল
ভাঙে ঠিকই ভাঙে
কিন্তু হৃদয় মান করে তার
মনের রঙে রাঙে।
ভুল দিয়ে ফুল গভীর কোনো
গল্প রাত্রি বাসে
দুজনে পথ অন্য দিকের
মেঘ হয়ে প্রেম আসে।
টপকে দেওয়াল তেমন দিশা
মুক্ত মনের সুরে
ঠুনকো কাচের গর্ব যত
ঢিল মেরেছে ছুঁড়ে।
উই ধরেছে ইমারতে
এবার জাগো আশা
হাত ধরতে দেওয়াল ভাঙো
ছড়াও ভালোবাসা।
ন্যায় অন্যায়ে বিভেদ কত
ভাবনা বকুল কাচে
স্বপ্ন দেখে স্বপ্ন নিয়ে
সব জীবনই বাঁচে।