ভাবছি এবার ফড়িং হব
উড়ব ডানা মেলে
ঘাস ফুলেদের মাখব রেণু
দুঃখ যাব ফেলে।
সারাটা দিন এ ফুল ও ফুল
মজা হবে কত
হাওয়ার দোলায় সবুজ পাতা
দুলবে ইচ্ছে মত।
দেখা হবে আরো রঙিন
প্রজাপতির সাথে
খুশির উড়ান উড়ায় ওরা
উৎসবে সব মাতে।
তাকধিনাধিন নাচে গানে
কাটবে সারাবেলা
আনন্দ আর শান্তি সুখের
বসবে কত মেলা।