দুয়ারে আজ বসন্ত দিন
কিশলয়ে সবুজ
বইছে মলয় ফুল ফোটা রঙ
মনটা হল অবুঝ।
ফাগুন আগুন পলাশ শিমুল
ডাকছে আরো কাছে
তোমার পাশে একটু ছোঁয়া
হৃদয় হয়ে আছে।
উদাস দুপুর একলা সখী
কোন পথে আনমনা
হাত ধরেছে মহুল নেশা
কোকিল আনাগোনা।
চোখ ইশারা হাসির ঝিলিক
ঝিলমিলিয়ে দূরে
মনের ভেতর অন্য রঙিন
গাইছে মিলন সুরে।
বসন্ত আজ খুলছে দুয়ার
খুশিতে এক সাথে
ওই দেখো ওই প্রেম মোহনা
উৎসব হয়ে মাতে।