পলাশ শিমুল আগুন ফাগুন
লিখে রঙিন খামে
মন উদাসের ঠিকানাতে
পাঠাই তোমার নামে।
বইছে মলয় কোকিল ডাকে
নরম কিশলয়ে
দেখতে তোমায় চাইছে যে মন
এসো মোহন হয়ে।
অশোক ফুলে কিংশুক রঙ
লেগেছে আজ বুকে
মন কেমনের লাগছে দোলা
প্রেম বিরহের সুখে।
দাও রাঙিয়ে পরম প্রিয়
চাইছি তোমার আসা
এই ফাগুনে আপন হাওয়া
ভরায় ভালোবাসা।