ফাগুন দিনে বসন্ত আজ
পলাশ ফুলে সেজেছে সাজ
লাগছে ভালো খুব
দখিন বাতাস শিমূল তলা
উদাস দুপুর একটু চলা
দেয় শুধু সে ডুব।
রুক্ষ মাটি পথের ধারে
একলা সখি পুকুর পাড়ে
জল আনিতে যায়
কে যেন কে পেছন থেকে
যায় চলে যায় ডেকে ডেকে
হাল্কা মৃদু পায়।
কোকিল কুহু গাছের ডালে
নাচছে পাতা তালে তালে
একলা একা মন
গন্ধ ছড়ায় বকুল ফুলে
পথ খুঁজেছি পথের ভুলে
আমার আপন জন।
উড়ছে আঁচল ভিজছে রঙে
পাতলি কোমর দোলায় ঢঙে
মেটায় ফাগুন আশ
বুকের ভেতর পলাশ লালে
বসন্ত নাচ ঝুমুর তালে
বলছে ভালোবাস।