এই সমাজে অরাজকতা
ভরছে চারিদিকে
এসব ভেবে সৎ জীবন
করছো কেন ফিকে,
না চাইতেও তুমিও যদি
একই পথে চলো
কে কি করছে না ভেবে ভাই
তোমার কথা বলো।
সৎ অসৎ বিচার বোধে
যদিও রঙ মাখো
একে অপরে করতে ভালো
তুমি কি মান রাখো?
অবিচার ও অনিয়মের
অংশীদার কি তুমি
এই দেশের এই সমাজ জীবন
তুমিই ভিত্তি ভূমি।
ভালো থাকতে ভালো রাখতে
নাই বা যদি পারো
এই যে তুমি মুখ ফিরিয়ে
নিজের কাছেও হারো?