গাছ কেন নড়ে ভাবনার ঝড়ে
তাকিয়ে পাতার দিকে
কত কিছু স্মৃতি সেই সব প্রীতি
আর যে থাকে না ফিকে।
তুই ছিলি একা সকলের দেখা
গাছ ছিল তাই স্থির
হাসা আর হাসি খুব পাশাপাশি
জমে যেত যত ক্ষীর।
ওরে ও ফেঁসেছে আবার এসেছে
সেই সে গাছের নিচে
ওকে ধরে আন মার জোরে টান
তাকাস না আর পিছে।
পেয়ে গেছে ছাড় আজ ধরে কাড়
পেতে খুশি ষোল আনা
কে রে দেয় বাধা চালাক না গাধা
মানব না কোন মানা।
গাছ নড়ে কেন বেঁচে আছে যেন
জেগে আছে কত আশা
গুলতানি মেরে যাব না তো হেরে
অকৃপণ ভালোবাসা।