জল ছুঁয়েছে পুকুরের ধার
পথ গিয়েছে বেঁকে
মাটির বাড়ি সবুজ পাতা
হিজল গাছে ঢেকে,
চরছে জলে হাঁস গোটা ছয়
খাচ্ছে গুগলি গেঁড়ি
যাচ্ছে ছুটে খুঁজছে খাবার
এ পাড়ার এক নেড়ি।
ছাইয়ের গাদা খড়ের আঁটি
ফড়িং পাখনা মেলে
বলদ নিয়ে চাষের কাজে
যাচ্ছে চাষীর ছেলে।
কলা পাতা চামর দোলায়
শালিক দোয়েল ডাকে
চিচিঙ্গা আর পুঁইয়ের মাচায়
পিঁপড়েরা সব থাকে।
আমার দেশের স্বাধীনতা
এমন রাস্তা ধরে
হাতে তুলে পতাকা ওই
যাচ্ছে দর্প ভরে।