পরের ক্ষতি করে যদি
চাও জীবনের পরম সুখ
কালের চক্রে হয়তো তুমি
পেতে পারো চরম দুখ।
ভালো মন্দ দৃষ্টি বদল
কুক্ষিগত ভাবনাতে
ক্ষমতা তার উড়নচণ্ডী
দেখে না সে আয়নাতে।
আরাম আয়েশ ঘর বিছানা
বেপরোয়া ভাবখানা
বদল সময় বাগান জুড়ে
কষ্ট জমা মালখানা।
মনের যাপন জানি না তো
ঘুরিয়ে নাক, আমি না
ওইটুকু তো কী আর করা
মুখ্য বিষয় দামী না।
কিন্তু হিসেব কষ্ট সকল
ফিরিয়ে দেয় সুদ আসল
তৈরি থেকো গুণিতকে
স্বর্গ নরক কর্মফল।