তোমার বাড়ি যাব সখি
তোমার বাড়ি যাব
মনের ভেতর মন রেখে আজ
হয়তো কিছু পাব।
জানি তুমি রূপ সায়রে
তার কথাটি ভাব
আমি তবু দেখার ছলে
উদাস সুরে গাব,
পথ হারিয়ে ঠিকানাতে
তোমার বাড়ি যাব
দু'মুঠো সুখ শান্তি ভোগে
হয়তো কিছু পাব।
পাত পেড়ে খুব
মুড়ি খাব