তোমাকে যে ভুলি নি তাই তাই এসেছি ফিরে
স্বপ্ন রাঙা সবুজ স্মৃতি আছে আমায় ঘিরে।

সেই গভীরের হৃদয় নদে হাজার গল্প কথা
বয়ে চলা আনন্দ সুখ মোহ মোহন ব্যথা।

ভুলতে চাওয়া দিন কাটানো তোমার সাথে আমি
রঙ রাঙানো পৃথিবীতে সেই তো অনেক দামী।

এক পা দু পা পাশাপাশি ঘাস মাড়িয়ে চলা
ধূলোর বুকে খুঁনসুটি আর প্রাণ খুলে সব বলা।

এই অবসর আসবে আবার কাটছে সময় একা
তুমি ছিলে আছো তুমি তাই তো জীবন দেখা।

ভুলতে চাওয়া মনে করায় তুমি শুধু পাশে
বাগান ফুলে প্রজাপতি যেমন করে হাসে।

বন পেরিয়ে পাহাড় শেষে যতটুকু বাঁচা
হৃদয় রাঙা মেঘ আকাশে ভাঙছে বাধার খাঁচা।

ভুলি নি যে রাখছি মনে চাই যে পেতে কাছে
এইখানে এই বসে থাকা জীবন হয়ে আছে।

এসো ফিরে আবার আমরা চলবো পাশাপাশি
ভুলি নি তাই অনন্ত যুগ হৃদয় ভালোবাসি।