আজ বেদনার কারাগারে
বন্দি হয়ে আছি
কান্না খুঁজছে রঙের খেলা
দুঃখ হয়ে বাঁচি।

যন্ত্রণা তার ঢেউ বরাবর
পাড়ের গল্প সুখে
কষ্টগুলো চোখের জলে
কাটছে আঁচড় বুকে।

মেঘ জমেছে আকাশ কালো
মনের ভাবনা যত
ব্যথার আগুন রাঙা মাটি
পুড়ছে অবিরত।

রুক্ষ জীবন পলাশ শিমুল
কাঁটা গাছের ঝোপে
ছক কাটা এই লোভ লালসায়
রাখছে বেঁধে খোপে।

তবু জীবন গাইছে মধুর
মুক্ত মনের আশা
যতটুকু পারছি আমি
সেই তো ভালোবাসা।