ভাবছি জীবন অনেক কিছু
স্পষ্ট আলোয় দেখা
কিন্তু সে যে ভুলে ভরা
আঁধার ঘরে একা।

চোখের সামনে রূপ অপরূপ
দারুণ দৃশ্য আঁকা
পেছনে তার কাঠামোতে
সবই আঁকাবাঁকা।

মন করে কাজ ভাবছি উজল
শান্তি সবার জন্য
অভিসন্ধির দরজা খোলা
হিংস্র এবং বন্য।

ইচ্ছে নদী ভাসায় তরী
ঢেউ পেরিয়ে দেখে
কিনারে তার জীবন কথা
অন্য জনে লেখে।

তুমি আমি নয় শুধু নয়
আরো অনেক পাশা
খেলছে খেলা তবু আছে
প্রেম ও ভালোবাসা।