কত দ্বীপ আছে পড়ে জনারণ্য আড়ে,
সবুজ শ্যামলে ভরা সৌন্দর্য বাহারে।
বৃক্ষ লতা পশু পাখি করে আছে বাস
নোনা জল খেলা করে তার চারিপাশ।
অজানা অনেক কিছু অগোচরে থাকে
প্রকৃতি তাদের সব আগলে যে রাখে,
মানুষের নাগালের বাইরে এমন
সুন্দর সৃষ্টি স্বরূপ বাঁচে এ জীবন।
একই এ আকাশের নিচে কত খেলা
রহস্যের বেড়াজালে অনন্তের মেলা,
খোলা প্রাণ মুক্ত মুক্তি কোনো এক দ্বীপে
জানি না তো, আছে ঠিক এই অন্তরীপে।
প্রেমে ঢাকা ছায়া মাখা আমি তার মায়া
সেই দ্বীপে চলো যাই একা মেরু কায়া,
বাস করা দ্বীপে আমি জগতের আশা
থাক বেঁচে জীবনের প্রেম ভালোবাসা।