তারায় ভরে রাতের আকাশ
মেঘ সরে যায় দূরে
শরৎ দিনে খুশির আলো
গায় যে শিউলি সুরে।
ধীরে বাতাস মাটির বুকে
শীতের পরশ আনে
ভোরের বেলা শিশির কথা
বলে নীরব গানে।
আঁধার নামে দূর দিগন্তে
দেখি তারার মেলা
জীবন সুরে জগৎ সভা
বসে সারা বেলা।
গাছের পাতা শেকড় মাটি
তারার তিমির পথে
বুকের ভেতর ঠিকানা তাই
আকাশ মতামতে।
এসো জীবন বন্ধু হয়ে
দাঁড়াও আকাশ তলে
ভালোবাসায় তারার মিছিল
শান্তি সুখে চলে।