শহর জুড়ে বর্ষা এলে
দু চোখ দাঁড়ায় পথের ধারে
জমা জলে এক পা দু পা
মুখ তুলে চায় গঙ্গা পারে।
স্রোতগুলো সব গর্ত খোঁজে
আবর্জনা সাথে করে
চলছে মানুষ গাড়ি ঘোড়া
টাপুর টুপুর বৃষ্টি ঝরে।
জল ছিটিয়ে দেওয়াল ভেজায়
আদুল গায়ে একলা ছেলে
কাক ভেজা সেই দুপুর শেষে
খুঁটির তারও পড়ছে হেলে।
গাড়ির চাকা ডুবছে জলে
ইট পাথরের পারাপারে
ঝাপসা দৃষ্টি মেঘলা আকাশ
প্রেমের চোখে চারিধারে।
ও ভাই, তুমি চললে কোথায়
বর্ষা শহর ভিজছে জলে
ঘন কালো মেঘের সারি
বৃষ্টি মাথায় যাচ্ছে চলে।
ড্রেনের মুখে নামছে একা
উপার্জনের কত আশা
বর্ষা ঋতুর শহরের আজ
টাপুর টুপুর ভালোবাসা।