ঝিলের ধারে পাকা তালটি
পড়ল ধপাস করে
চলনা রিমি কুড়াই আগে
হাতে হাতটি ধরে।
ঘরে এনে বের করে ক্ষীর
ভাজব তালের বড়া
সুস্বাদু খুব লাগবে খেতে
দারুণ মিঠে কড়া।
বর্ষাকালে বৃষ্টির ফোঁটা
এবং তালের পিঠে
লাগলে মায়ের হাতের ছোঁয়া
লাগে বড় মিঠে।
খাওয়াবি আর খাওয়াবো চল
আমরা দুজন মিলে
ভালোবাসা উঠবে গড়ে
প্রেম যমুনার ঝিলে।
পিঠের গন্ধে ম ম করবে
ঘরের চারি দিকে
এ সংসারের দুঃখ ব্যথা
সবই হবে ফিকে।