স্বাধীনতা তুমি হৃদয়ের সুখ
ইচ্ছে কথা বলা
একই দেশে এক সাথে সব
পা মিলিয়ে চলা।

স্বাধীনতা তুমি মায়ের বুকে
শহীদ রক্ত মাখা
পতাকা ঐ উড়ছে দেখো
সবুজ স্বপ্ন আঁকা।

স্বাধীনতা তুমি আরও অনেক
দায় দায়িত্বে ভরা,
সবার জন্য আর ফাঁকি নয়
নিজের কর্ম করা।

স্বাধীনতা তুমি আকাশ আলো
স্বাধীন চলা ফেরা
ইচ্ছে বাগান মানুষ ফুলে
সবুজ দিয়ে ঘেরা।

স্বাধীনতা তুমি পদ্ম শালুক
অধীনতার শেষে
একই সূত্রে গাঁথব জীবন
দেশকে ভালোবেসে।