বীর শহীদের জন্য এ দেশ
স্বাধীনতা পেয়েছে বেশ
শান্তি সুখে থাকে
পদ্ম শালুক রঙিন ফুলে
মুক্ত জীবন ছন্দে দুলে
রৌদ্র ছায়ার ফাঁকে।
স্বাধীন করতে শহীদ যারা
হৃদয় জুড়ে থাকে তারা
স্বর্ণাক্ষরে লেখা
সবুজ পাতা নরম ঘাসে
প্রজাপতি মিষ্টি হাসে
পেয়ে স্বাধীন দেখা।
নাগরিকের মিলন মেলা
কাজ করা সুখ সারা বেলা
খুশির ফুল যে ফোটে
আকাশ নদী পাখির ডাকে
স্বপ্ন কত ঢেউয়ের বাঁকে
স্বাধীন সূর্য ওঠে।
এক পৃথিবী অধিকারে
দেশ হয়েছে মাটির পারে
শহীদ রক্ত ঝরে
স্বাধীনতার ভাবনা কত
মানুষ বাঁচুক নিজের মত
যেমন ছোট্টো ঘরে।