দেশ স্বাধীন করে শহীদ
দিয়ে জীবন পণ
আজ স্বাধীন দিবসে তাই
গর্বে ভরে মন।
বীর শহীদ বীরের বেশে
লড়াই করে ছিল
বুকে সাহস অসীম আশা
স্বাধীন হয়ে ছিল।
কত মায়ের চোখের জল
আনে স্বাধীন দেশ
শান্তি সুখে বসবাসের
বাঁচার পরিবেশ।
অবিচারের এ অন্যায়ে
গর্জে উঠে সব
আজ স্বাধীন দিবস দিনে
করছে কলরব।
শালুক জলে মাছরাঙার
আকাশ ওড়া আশা
আজ স্বাধীন, শুভ লগ্ন
ছড়াও ভালোবাসা।