সূর্য উঠছে সূর্য ডুবছে
দিগন্তে দেখ্ চেয়ে
কেমন করে দিন ও রাত্রি
থাকে জীবন ছেয়ে।
দিনাঙ্কের এই সময় ক্ষণে
পরিবর্তন আসে
আকাশ মাটি মিশতে থাকে
মানুষ মনের পাশে।
গাছ পাখি আর ধুলিকণায়
শিশির বিন্দু খেলা
কিচিরমিচির সবুজ পৃথ্বী
বসায় জীবন মেলা।
সকাল সূর্য বিকেল আভা
হৃদয় ভরা মায়া
এক জীবনে অনেক পেতে
দেখো আলো ছায়া।
জাগরণের প্রাণ প্রতিষ্ঠায়
ভোরাই সূর্য একা
এই প্রভাতে তোমার চোখে
চাইছে তোমার দেখা।