সবাই যেন নামটুকু তার
স্বাক্ষর করতে পারে
এই আশাতে অঞ্জলি হোক
সরস্বতীর বারে।
বিদ্যা দেবীর শিক্ষা যত
আনুক মুক্তি দেশে
শুদ্ধ শুভ্র খাদ্য সুখে
বাঁচুক ভালোবেসে।
জ্ঞানের দেবী বোধ ও বুদ্ধি
আনবে ভক্তি ভরে
পড়াশুনায় মতিগতি
ফিরবে সবার ঘরে।
শ্রীপঞ্চমীর নক্ষত্র যোগ
হাতেখড়ি হলে
উন্নতির যা আকাশ সীমা
জীবন পথে চলে।
স্বাক্ষরতার সাধনা আজ
শান্তি ভালেণ্টাইন
কষ্ট ব্যথা দুঃখ দূরে
সবাই থাকে ফাইন।