নিজের ভেতর যত তুমি
গড়বে মিথ্যের বাসা
ততই তুমি ঠিক হারাবে
সত্য সাধুর আশা।
ভেক ধরে তাই যতই থাকো
দেখাতে খুব ভালো
অন্তর তবু পরিচয়ে
থেকে যাবে কালো।
এ পৃথিবী তোমার মুখে
ভেতর রঙের ছায়া
সত্য মিথ্যায় গড়বে যেমন
রাখবে তেমন মায়া।
যা দেবে তা পাবে ফিরে
জীবন নদীর সুখে
ঢেউ পারাপার তোমার সাধন
কর্ম আঁকা বুকে।
সত্য সে তো চিরকালীন,
মিথ্যে কীর্তিনাশা
বেঁচে থাকার সঠিক মন্ত্রে
ছড়াও ভালোবাসা।