বিশ্ব জুড়ে অসহায় আর
পথের যত শিশু
সবার জন্য সাণ্টা এলে
সবাই হবে যিশু।

আনন্দ আর উপহারে
তারাই বড়দিনে
দিনের ছোটো হৃদয় গুণে
রাখবে বড় ঋণে।

প্রার্থনাতে সবাই মিলে
শান্তি সুখে রবে
এই পৃথিবীর সব শিশুরা
যিশুর মত হবে।