উঠল সূর্য সকাল হল
গাইল পাখি গান
সবুজ পাতা রঙিন ফুলে
ভরেছে দিনমান।
শিশির উঠোন শীতল বাতাস
দুলছে ছোট্টো ঘাস
রামধনু রঙ আঁকল দূরে
দিগন্ত আশপাশ।
ভাঙালো ঘুম লাগল কাজে
সাজলো চারিদিক
রোদের রেখা জানলা দিয়ে
হাসলো যে ফিকফিক।
খুলল দরজা দূরে আকাশ
দৃষ্টি চলে যায়
এক সাথে সব সামনে যাবো
আয় রে তোরা আয়।