কলমী পালং নটে ও পুঁই যখন যেমন পাবে
উচ্ছে বেগুন পটল মূলো সব কিছু সব খাবে,
লাউ ও কুমড়ো সিম টমেটো বিট গাজরের সাথে
খেতে মজা ধনে পাতা পড়লে খাবার পাতে।
আপেল আঙুর কমলালেবু আর পেয়ারা কলা
শশা পেঁপে যত খাবে বল পাবে পথ চলা।
সবজি খাবে পুষ্টি পাবে বাড়বে শক্তি গায়ে
বুদ্ধিও খুব প্রখর হবে চলবে নিজের পায়ে।