পাশের লোকের লাট সাহেবী
অসুখ ভাবি যদি
আমি তবে ভালো আছি
স্রোতে চলা নদী,
ওর বাড়িতে সম্পদ ঠাসা
যন্ত্রণাতে ভরা
আমার তবে আকাশ বাতাস
খুশির আলোক ঝরা।
গাড়ি বাড়ি দামী পোষাক
রোয়াব দেখায় রোগে
সূর্য তারা চাঁদের গল্পে
আমার হৃদয় ভোগে।
পদে বসে ক্ষমতা তার
দেখায় কষ্ট পেয়ে
আমার বুকে ফুল ও পাখি
রোজ ওঠে গান গেয়ে।
আকাশচুম্বী চাহিদা তার
মিটছে না সব আশা
একটু কাজ আর খেতে পাওয়া
আমার ভালোবাসা।