বুকের ভেতর যতটুকু
লড়াই করা মায়া
সবটুকু সব তুমি মা গো
আমার জীবন ছায়া।
আদর স্নেহ আবদার যত
জন্মাবধি শেখা
সবটুকু সব আমি মা গো
তোমার চোখে দেখা।
হাত ধরে হাত উঠে দাঁড়াই
জীবন গড়া পথে
সবটুকু সব মা গো তোমার
ভাবনা মতামতে।
ডালপালা ফুল পরিচয়ে
আরো উজ্জ্বল আমি
সবটুকু সব আমার মায়ের
হৃদয় ভরা, দামী।
এই পৃথিবীর প্রথম দেখা
সব কিছু সব আলো
মা গো তোমার মতো কে আর
চাইবে এতো ভালো?