আজও দেখি ঝোপে ঝাড়ে
কাশের সাদা বন
উঠোন জুড়ে ঝরা শিউলি
ভরায় সবার মন,

আকাশ ভাসায় মেঘের ভেলা
পদ্ম দীঘির পার
নানা রঙের শালুক ফোটায়
ছোট্ট ঝিলের ধার।

শেফালি আর বকুল ছাতিম
ফুটতে থাকে ঠিক
ফসল ফলায় সারা বছর
গাঁয়ের চারি দিক।

আজও দেখি সকাল বেলায়
শিশির মাখা ঘাস
যায় চাষী যায় মাঠের দিকে
করে ধানের চাষ।

ডানা মেলে কোথায় যেন
যায় বলাকা দূর
গাছের ফাঁকে হাওয়া ঘোরে
তোলে নানান সুর।

সব কিছু সব একই আছে
সুন্দর পরিবেশ
আমরা যদি হই সচেতন
হবে না তা শেষ।