পূব আকাশে সকাল সূর্য
যেই উঠেছে হেসে
আবার একটা নতুন প্রভাত
ওই দাঁড়াল এসে।
ডাকছে পাখি কিচিরমিচির
ফুলের নতুন সাজে
উদ্যমে আজ রোদ বাতাসে
যাচ্ছে সবাই কাজে।
ডাকছে নতুন পদ্ম শালুক
বনের সবুজ পাতা
একই জগৎ একই জীবন
খোলে নতুন খাতা।
প্রতিটি দিন সূর্য শক্তি
নতুন প্রভাত আলো
সব জীবনের জন্য আনে
ভালো শুধু ভালো।