অন্তরেতে স্মৃতিদের অফুরান ঢেউ
ব্যথার পাথারে রাজে বোঝেনা যে কেউ,
তবু তার মাঝে আমি করে আছি বাস
বেঁচে থাকা সংগ্রামের মৌন পরিহাস।

ঘরের ভেতরে ঘর টেবিল চেয়ার
প্রাণবন্ত ছিল তবু কেন অধিকার,
হারিয়ে হারায় যত খুঁজে পাই ঠিক
মোহ যেন হৃদি টান দেখি চারিদিক।

ছিলাম তাই তো আছি সুখ দুঃখ সাথে
নিজের ভেতরে নিজে খুশি হয়ে মাতে,
সম্পর্ক টানাপোড়েন হৃদ্যতা আশায়
মনের মোহন বার্তা বাঁচিয়ে বাঁচায়।

বালুকাবেলায় ঢেউ আসে বালুচরে
জীবন সমুদ্র তবু দৃষ্টি অগোচরে,
স্মৃতির মেদুরে গড়ে ঘর বাড়ি বাসা
দাও তাকে আরো দাও প্রেম ভালবাসা।