দীনদুখীরে কষ্ট দিতে
শীত বুড়িটা আসে
চলো না ভাই সবাই মিলে
দাঁড়াই ওদের পাশে।

শাল সোয়েটার চাদর কম্বল
বাড়তি যাদের আছে
ওদের দিলে শীত বুড়িটা
আসবে না আর কাছে।

কষ্ট কত রাতের ঠাণ্ডা
ছিটে বেড়ার ফাঁকে
পেলে কাপড় বানায় কাঁথা
শরীরটাকে ঢাকে।

এমনিতে তো পায় না খেতে
থাকে অনাহারে
ফিরফিরিয়ে শীত বাতাসে
ওরাও বাঁচতে পারে।

এসো না ভাই বন্ধু হয়ে
গরম কাপড় দিয়ে
দীনদুখীরাও বাঁচে যেন
ভালোবাসা নিয়ে।