দেখে মুখ খানি হৃদয় থামিছে
বাতাসে বহিছে প্রেম
কথা বাক্য হারা আসিছে প্রাণের
এক নিকষিত হেম।
প্রেমে পড়া মন কাজে অকারণ
দখিন দুয়ার খোলা
কে খেলিছে একা আমার সজন
করিছে আত্ম ভোলা।
এলো জ্বর বুঝি মিষ্টি বাতাসে
কাঁপন লাগিছে বুকে
দাঁড়িয়েছে কাছে বসন্ত দূরে
থাক প্রেম আজ সুখে।
ধুলি ধুসরিত আমি তুমি থাকা
আমাদের কাঁদা হাসা
আকাশে বাতাসে ঘোর লাগা নেশা
শুধু প্রেম ভালবাসা।