অবাধ্য চঞ্চলতায় সবেগে উথলি
স্রোতধারা বয়ে যায় দ্রুত ছলোছলি,
দূরে চাঁদ জোছনায় মিঠি চোখে চায়
জীবন একাকী চলা কত কিছু পায়।

সঘন সমীরে ঢেউ উথাল পাথাল
বালুকাবেলায় সে যে মাতাল মাতাল,
কত যেন প্রান্তরের শেষ সীমানায়
হারিয়ে আলোর রেখা চক্রবালে ধায়।

মেঘ রঙ ভালোবাসা হৃদয়ে রঙিন
সততা ও মধুরিমা আজ অমলিন,
বুকের সবুজ পান্না চুনি খোঁজা রঙে
তেপান্তরের মোহন আঁকে কত ঢঙে।

বাগানের ফোটা ফুল ভ্রমরের ডাকে
চাতক কাতরে মেঘ বৃষ্টি বেঁধে রাখে,
সময় অনন্ত তবু আকুলি বিকুলি
প্রেম ভালোবাসা চায় শুধু কোলাকুলি।