শ্রাবণ বাইশ প্রয়াণ দিবস
রবীন্দ্রনাথ সুরে
ভাবের মুক্তি গান কবিতা
যাচ্ছে সরে, দূরে।
সবার মনের সহজ কথা
রবীন্দ্রনাথ সুখে
কোথায় যেন উদযাপনে
হারায় দহন বুকে।
শ্রাবণ বৃষ্টি মন খারাপে
রবীন্দ্রনাথ কবি
দাঁড়ায় পাশে হাত ধরে হাত
বাঁচার ইচ্ছে সবই।
দিন গোনা দিন বাইশ এলো
রবীন্দ্রনাথ কথা
সাহিত্যের যা ভাষা ছন্দ
ভোলায় দুঃখ ব্যথা।
কি এসে যায় পড়বে কি না
রবীন্দ্রনাথ ভাষা
রইল প্রণাম শ্রাবণ বাইশ
ছড়াই ভালোবাসা ।