শরতের ভোরে শিউলি শিশিরে
সূর্যের আলো পড়ে
সবুজ ঘাসের রামধনু রঙ
আঁকা বাঁকা খেলা করে।
ধানের খেতের মিষ্টি বাতাস
ঢেউ হয়ে বয়ে যায়
সরু আল পথ তাল গাছ সারি
সাদা মেঘ খুঁজে পায়।
ঝিলের ধারের টলটলে জল
শালুক ফুলের পাশে
মালতী টগর ফুলের বাগানে
মৌমাছি যায় আসে।
চারিদিকে শুধু মিঠে কড়া রোদ
গাছের ছায়ার ফাঁকে
আকাশের নীলে দিগন্ত দূরে
বক ওড়ে ঝাঁকে ঝাঁকে।
হিমের পরশ ঘরের উঠোন
অরুণ আলোয় ভাসে
কত ফুল ফোটে সুবাস ছড়িয়ে
শরৎ কালটি আসে।