সাদা মেঘের শরৎ চিঠি
খুলছে হাতের মুঠো
শুভ্র ও কাশ ঝিলের ধারে
এবার ফুটে ওঠো।
জল পুকুরের পদ্ম শালুক
দাও গো পাঁপড়ি মেলে
হিমের পরশ এসে গেছে
বর্ষা বাদল ফেলে।
শিউলি সাদা রাতেই ফুটে
এবার ঝরে পড়ো
ধানের খেতে সরু আলপথ
ঘাসের ফুলে ভরো।
সূর্য আলো ঢেউ খেলে যাও
সবুজ সবুজ মাঠে
ও পাতিহাঁস চরা খেতে
এসো পুকুর ঘাটে।
পাখির ডাকে লিখছে শরৎ
মিষ্টি ভোরের আলো
ও শিশুরা দুয়ার খুলে
কুড়াও যত ভালো।