সাম্যের গানে সুর তুলেছে
বাজায় বিষের বাঁশি
বিদ্রোহী বীর আগুন ফুলকি
হাসছে মোহন হাসি,
একই বৃন্তে ফোটায় সে যে
মানুষ নামের সব ফুল
তবু কারো ফেরে নি হুঁস
শোনো তুমি নজরুল।
কাণ্ডারী আজ লুটতরাজের
ভুলে গেছে বণ্টন
সাধারণ তাই ভাগ্যের খোঁজে
হাতে ধরা লণ্ঠন,
চারিপাশে শুধু নাই নাই
সমতার গান বিলকুল
রণক্লান্ত বিদ্রোহী বীর
শোনো তুমি নজরুল।
লৌহ কপাট খোলো খোলো
ভাঙতে মানুষের ভুল
সাম্যের দ্বারে উন্নত শির
শোনো তুমি নজরুল।