শীতের দিনে যাদের কাছে
গরম জামা নাই
পাড়া পড়শি ও সুধীজন
তাদের দেখো ভাই।

ছিটে বেড়ায় ঠাণ্ডা ঢোকে
শিরশিরিয়ে যায়
কাঁথা কম্বল সোয়েটার চাদর
বলো কোথায় পায়?

যাদের কাছে বেশি আছে
ওদের একটু দাও
ছেঁড়া পরা যা আছে তা
দিয়ে খুশি নাও।

সকাল থেকে কুয়াশা আর
রোদ থাকে খুব কম
দিন কাটাতে রাতে ওদের
থাকে না যে দম।

শীতের থেকে রেহাই দিতে
দাও বাড়িয়ে হাত
মানবতায় আমরা সবাই
থাকবো সাথে সাথ।