শীতের দিনে সকালের রোদ
লাগে দারুণ মিঠে
আরো মজা হয় যদি পাই
নলেন গুড়ের পিঠে।
কাঁথা কম্বলে সারাটা রাত
কষ্টে কাটে খুব
হিমেল বাতাস শিশির ঘাসে
কুয়াশায় দেয় ডুব।
পাপড়ি মেলে সূর্যমুখী
তাকায় উপর দিকে
মাঠ ময়দানে কাজে যায় লোক
আর থাকে না ফিকে।
নানা ফুলের রঙিন বাহার
শাক সবজিতে ভরা
পূবের আকাশ ছড়ায় আলো
দিনের গরম করা।
শীতের সকাল ঘুম ভাঙা ঘুম
অলসতা কাজে
কিশলয়ের সবুজ রূপে
প্রকৃতিটা সাজে।