কনকচূড়া ধানের খই আর
নলেন গুড়ের ছোঁয়া
সঙ্গে একটু গাওয়া ঘৃত,
তৈরি শীতের মোয়া,
মুখে নিলেই মন ভরে যায়
দারুণ দারুণ খেতে
জয়নগরের স্পেশাল এ যে
খেয়ো আসতে যেতে।

কুয়াশা আর পিঠে পুলি
সাথে শীতের মোয়া
ঐতিহ্য স্বাদ আরো মধুর
পেয়ে এমন ছোঁয়া,
মুখে দিলেই মিইয়ে যায়
অপূর্ব মন ভরা
খেয়ো খেয়ো শীতের মোয়া
দারুণ মনোহরা।