চল লুটে নিই শীতের আমেজ যে যতটা পারি
আজ বাদে কাল পড়বে গরম ঠাণ্ডা করবে আড়ি।

লেপ কাঁথা উল শাল সোয়েটার যার যা কিছু আছে
চল কেঁপে নিই শীতল বাতাস স্নানের জলের কাছে।

শিশির ঘাসে ফুলের রঙে কুয়াশা ঐ দিকে
চল বেরিয়ে চড়ুইভাতি আনন্দ নয় ফিকে।

নলেন গুড়ের পিঠে পুলি শাক ও সবজি যত
নানা স্বাদের, খাবো ঘুরবো মজা ইচ্ছে মত।

চল বেঁচে নিই কষ্ট শীতেও ঋতুর যাওয়া আসা
মাত্র দু মাস শীত অনুভব আমেজ ভালোবাসা।