কুয়াশাতে সকালের রোদ
ঢেকে শীতের খুকি
খুব দাপটে হিমেল হাওয়া
সূর্যকে দেয় উঁকি।

ধানের খেতে আলের পথে
পা ভিজিয়ে ঘাসে
কাঁপন ধরা সারা দেহে
শিরশিরিয়ে হাসে।

ছেঁড়া কাঁথার পাশে এসে
সূর্য তাপের খোঁজে
শীতের খুকি গরীব মানুষ
কিছু বোঝে না যে।

খসখসে গা ঠোঁটের ফাটা
ভাঙা জানলার পাশে
শীতের খুকি খুব সহজে
রাতে চলে আসে।

কত ফুলের শাক সবজিতে
গরম জামা পেলে
শীতের খুকি গরম দেশে
রঙ খুশি দেয় মেলে।